বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ পর্বে সংশ্লিষ্টরা। ছবি: বিএমপি

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) আয়োজনে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ পর্ব হয়েছে।

বিএমপির নির্মাণাধীন পুলিশ লাইনস রুপাতলীতে মঙ্গলবার সকালে বিভিন্ন পদ-পদবির পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হয়।

১৫ দিনের কঠোর ক্যাম্প প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা আজ চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন।

নিম্নোক্ত পদগুলোতে পদোন্নতির জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়।

১. কনস্টবল থেকে নায়েক
২. নায়েক থেকে এএসআই (সশস্ত্র)
৩. এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র)
৪. কনস্টেবল থেকে এটিএসআই
৫. এটিএসআই থেকে টিএসআই
৬. কং/নায়েক থেকে এএসআই(নিঃ)
৭. এএসআই(নিঃ) থেকে এসআই(নিঃ)