জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের নামাজে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছবি: সংগৃহীত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত সময়ে এসব জামাত হয়। খবর বাসসের।

প্রথম জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মিজানুর রহমান। এতে মুকাব্বিরের দায়িত্ব পালন করেন জাতীয় মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. ইসহাক।

জাতীয় মসজিদে দ্বিতীয় জামাত হয় সকাল ৮টায়। এতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী; মুকাব্বির ছিলেন সাবেক মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।

তৃতীয় জামাত হয় সকাল ৯টায়। ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী; মুকাব্বির ছিলেন খাদেম হাফেজ মো. নাছির উল্লাহ।

চতুর্থ জামাত হয় সকাল ১০টায়। ইমামতি করেন পেশ ইমাম মাওলানা এহসানুল হক, মুকাব্বির ছিলেন খাদেম মো. শহিদ উল্লাহ।

পঞ্চম জামাত শুরু হয় বেলা পৌনে ১১টার দিকে। এতে ইমামতি করেন পেশ ইমাম মাওলানা মুহিউদ্দিন কাসেম; মুকাব্বির ছিলেন খাদেম মো. রুহুল আমিন।