মেঘনা নদীতে অভিযান চালাচ্ছে বারআউলিয়া নৌ পুলিশের টিম। ছবি: বাংলাদেশ পুলিশ

চট্টগ্রামের বারআউলিয়া নৌ ফাঁড়ির পুলিশ মেঘনা নদী ও এর বিভিন্ন শাখানদীতে অভিযান চালিয়ে ২ লাখ ১৫ হাজার মিটার অবৈধ পেকুয়া জাল জব্দ করেছে।

সোমবার (১৩ মে) সকালে বারআউলিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় অফিসার, ফোর্সসহ অবৈধ জালবিরোধী এই অভিযান চালায়।

নৌ পুলিশ জানিয়েছে, অভিযানে জব্দ করা ২ লাখ ১৫ হাজার মিটার অবৈধ পেকুয়া জালের আনুমানিক মূল্য ৭৫ লাখ ২৫ হাজার টাকা।
পরে জব্দ করা পেকুয়া জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।