বান্দরবানে ২ এপিবিএনের অভিযানে উদ্ধার কাঠ। ছবি: বাংলাদেশ পুলিশ

বান্দরবানে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (২ এপিবিএন) অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় বন বিভাগের ৩৭ দশমিক ১৮ ঘনফুট গোদা চিড়াই কাঠ উদ্ধার করেছে। বান্দরবান সদর থানা এলাকায় ৮ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে অভিযানটি পরিচালিত হয়।

২ এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২ এপিবিএন, মেঘলা, বান্দরবানের অপারেশন্স শাখা ৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে বান্দরবান সদর থানার সুয়ালক ইউনিয়নের লম্বা রাস্তা মৎস্য হ্যাচারি সংলগ্ন কেরানীরহাট-বান্দরবান সড়কে পরিত্যাক্ত একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৩৭.১৮ ঘনফুট কাঠ উদ্ধার করেছে। এসব কাঠের আনুমানিক বাজারমূল্য ৪৪ হাজার ৬১২ টাকা। পরে কাঠগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।