সেবার মান বাড়াতে পথসভা করে ট্যুরিস্ট পুলিশ। ছবি: সংগৃহীত

ঈদের ছুটিতে পর্যটকে মুখর হবে বান্দরবানের জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলো। এরই মধ্যে জেলা শহরের বাইরের বেশ কিছু হোটেল-রিসোর্টের সব কক্ষ বুকিং হয়ে গেছে। জেলা শহরেও বিভিন্ন হোটেল-রিসোর্ট প্রতিদিনই বুকিং চলছে।

এমন বাস্তবতায় বান্দরবানমুখী পর্যটকদের নিরাপত্তায় জেলা সদর ও থানচি উপজেলায় বিশেষ ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। জেলায় ট্যুরিস্ট পুলিশের সবার ছুটি বাতিল করা হয়েছে।

পর্যটকদের নিরাপত্তায় করণীয় নিয়ে এরই মধ্যে পথসভা করেছেন বান্দরবান রিজিওন ট্যুরিস্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আবদুল হালিম।

এ বিষয়ে তিনি নিডনিউজকে বলেন, ‘জেলার সব ট্যুরিস্ট পুলিশের ছুটি বাতিল করা হয়েছে। পর্যটকেরা যাতে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারেন, তার জন্য জেলা শহরের প্রতিটি পর্যটন কেন্দ্র ও থানচিতে কয়েক দফায় পথসভাও করা হয়েছে। এ ছাড়া কেউ কোনো সমস্যায় পড়লে ট্যুরিস্ট পুলিশকে জানাতে এসব এলাকায় মোবাইল নম্বর টাঙানো হয়েছে।’

বেড়াতে আসা সব পর্যটকের সঙ্গে ভালো আচরণ করতে ট্যুরিস্ট পুলিশের সব সদস্যের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।