বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের চারজন দগ্ধ

রাজধানীর বাড্ডার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বাড্ডার সাতারকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর প্রথম আলোর।

দগ্ধ ব্যক্তিরা হলেন আবু সাঈদ (৩৮), রেখা (২৯), সাফা (৯) ও সাফিয়ান (৭)। তাঁদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাচ্চু মিয়া বলেন, দগ্ধ চারজন একই পরিবারের সদস্য। চারজনই চিকিৎসাধীন।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক এস এম আইউব হোসেন বলেন, দগ্ধ আবু সাঈদের শরীরের ৯৫ শতাংশই পুড়ে গেছে। রেখার শরীরের ৩০ শতাংশ, সাফার ১১ শতাংশ ও সাফিয়ানের শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।

আইউব হোসেন আরও বলেন, দগ্ধ চারজনের মধ্যে আবু সাঈদের অবস্থা আশঙ্কাজনক।