জব্দকৃত গাঁজা ও ইয়াবা বড়ি। ছবি : ডিএমপি নিউজ

রাজধানীর বাড্ডা থেকে ২০ কেজি গাঁজা, ৯০০ পিস ইয়াবাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানা-পুলিশ।
তাঁরা হলেন মো. জামাল হোসেন ও মো. নাহিদুল ইসলাম। খবর ডিএমপি নিউজের।

গতকাল শুক্রবার (৮ অক্টোবর) বিকেল ৫টা ৪০ মিনিটে বাড্ডার পশ্চিম মেরুল মেইন রোড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, বাড্ডা থানা এলাকায় কুইক রেসপন্স টিমের (কিউআরটি) ডিউটিতে থাকা একটি দল সংবাদ পায় যে, দুজন মাদক কারবারি গাঁজা ও ইয়াবা বিক্রির জন্য পশ্চিম মেরুল মেইন রোডে একটি দোকানের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
ওসি জানান, অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

মো. আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে ২০ কেজি গাঁজা, ৯০০ পিস ইয়াবা বড়ি ও একটি রেজিস্ট্রেশনবিহীন ইয়ামা মোটরসাইকেল জব্দ করা হয়।
ওসি জানান, গ্রেপ্তারকৃতরা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

বাড্ডা থানায় রুজুকৃত মামলায় গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।