ব্যাটিং ব্যর্থতাকেই হারের কারণ মনে করছেন গাভাস্কার। ছবি: সংগৃহীত

তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের কাছে পরাজিত হওয়ার জন্য ভারতীয় ব্যাটারদের দায়ী করেছেন দেশটির সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।

তাঁর মতে, ব্যাটাররা ৭০ থেকে ৮০ রান কম তুলতে পারায় ম্যাচ হেরেছে টিম ইন্ডিয়া। খবর বাসসের।

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে রোববার প্রথম ওয়ানডেতে ১ উইকেটে হারে ভারত।

ম্যাচের প্রথমে ব্যাট করে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেননি ভারতের ব্যাটাররা। বাংলাদেশের সাকিব আল হাসান ও এবাদত হোসেনের বোলিং তোপে ১৮৬ রানে অলআউট হয় দেশটি।

১৮৬ রানের পুঁজি নিয়ে দারুণ লড়াই করেছে ভারতের বোলাররা। একপর্যায়ে ১৩৬ রানেই বাংলাদেশের নবম উইকেট তুলে নিয়েছিল তারা। তাতে নিশ্চিত জয়ের স্বপ্নে বিভোর ছিল ভারত।

কিন্তু শেষ উইকেটে মুস্তাফিজুর রহমানকে নিয়ে ৪১ বলে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশকে অবিস্মরণীয় জয় এনে দেন মেহেদী হাসান মিরাজ। ৩৯ বলে ৩৮ রান করেন মিরাজ। শেষ উইকেটে ৩০ বলে ৩৭ রান তোলেন তিনি।