উদ্ধার জাটকা অসহায়দের মাঝে বিতরণ করা হচ্ছে। ছবি: বাংলাদেশ পুলিশ।

বরিশালের সদর নৌ থানার পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও জাটকা উদ্ধার করেছে।

সদর নৌ থানার ইনচার্জের নেতৃত্বে নৌ পুলিশের একটি টিম ১০ এপ্রিল কীর্তনখোলা নদীর বিভিন্ন শাখার নির্ধারিত অভয়ারণ্যে জাটকা নিধনবিরোধী অভিযান পরিচালনা করে আনুমানিক ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে। এ ছাড়া ১৫ কেজি জাটকা জব্দ করে।

উদ্ধার জালের আনুমানিক মূল্য ১৬ লাখ ৫০ হাজার টাকা। জাটকার আনুমানিক মূল্য ৫ হাজার ২৫০ টাকা।

এ ছাড়া নৌ পুলিশের টিম একটি বালুমহালে অভিযান চালিয়ে একটি অবৈধ ড্রেজার জব্দ করে, যার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা।

পরে উদ্ধার করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছ অসহায়দের মাঝে বিতরণ করা হয়।