বরিশালের মেহেন্দীগঞ্জ থানাধীন কালিগঞ্জ ও লালগঞ্জ বাজারের চারটি দোকানে অভিযান চালিয়েছে কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে ২২টি প্লাস্টিকের বস্তায় ১ কোটি ১০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, জব্দকৃত জালের মূল্য আনুমানিক ৩৫ কোটি ২০ লাখ টাকা। অভিযানে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অবৈধ কারেন্ট জাল উৎপাদনের সঙ্গে জড়িত পাঁচ আসামিদের বিরুদ্ধে মেহেন্দীগঞ্জ থানায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে চারটি মামলা করা হয়েছে।