বরিশাল ডিবির অভিযানে গ্রেপ্তার তিনজন। ছবি: বিএমপি

সময় টেলিভিশনের বরিশাল ব্যুরোর প্রধান অপূর্ব দাস ওরফে অপূর্ব অপুকে প্রাণনাশের হুমকির অভিযোগে করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) চৌকস দলের অভিযানে পটুয়াখালীর মহিপুর থানাধীন কুয়াকাটা পর্যটন এলাকা থেকে বৃহস্পতিবার রাত পৌনে ৪টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ২৯ মে বেলা সাড়ে ৩টার দিকে বরিশালের কোতোয়ালি মডেল থানাধীন শীতলাখোলা মুমীতু কমিউনিটি সেন্টারের সামনে পাঁচ থেকে সাতজন প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করেন অপূর্ব। এ ঘটনায় ওই দিনই তিনি কোতোয়ালি থানায় মামলা করেন।

মামলায় পটুয়াখালী থেকে গ্রেপ্তার তিনজন হলেন বরিশালের কাউনিয়ার মামুন সিকদার ওরফে ছিডা মামুন (৫০), নুরুন মোমেন ওরফ কোটন (৪৮) ও বিএমপির এয়ারপোর্ট থানার নথুল্লাবাদের মাহমুদ ওরফে রিয়াজ (৪৫)।

পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।