অবৈধ জাল জব্দ করছে নৌ পুলিশ। ছবি: পুলিশ নিউজ

বরিশালের কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির একটি দল মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ১১ হাজার মিটার অবৈধ কারেন্ট ও চরঘেরা জাল এবং ৪০ কেজি জাটকা জব্দ করেছে। এ সময় ৫ জনকে গ্রেপ্তার করা হয় এবং ৮ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

অসহায়দের মাঝে জাটকা বিতরণ করা হচ্ছে। ছবি: পুলিশ নিউজ

বুধবার (৫ জানুয়ারি) নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মেঘনার বিভিন্ন শাখানদী থেকে ট্রলারসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।

জব্দকৃত জালের আনুমানিক দাম ৩৪ লাখ ৮০ হাজার টাকা, জাটকার দাম ১২ হাজার টাকা এবং ট্রলারের দাম ৫০ হাজার টাকা।

পুলিশি হেফাজতে আসামিরা। ছবি: পুলিশ নিউজ

পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় এবং ট্রলার ফাঁড়ির হেফাজতে রাখা হয়।

এ ছাড়া ৫ আসামির বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে।