বরিশালে নৌপুলিশের অভিযানে জব্দ করা অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

বরিশালে নৌপুলিশ পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে।

এর মধ্যে কালীগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির সদস্যদের অভিযানে জব্দ করা হয়েছে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল। এ ছাড়া হিজলা নৌপুলিশ ফাঁড়ি জব্দ করেছে ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল।

নৌপুলিশ জানায়, কালীগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক সাড়ে ৪ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। এর আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ টাকা। এদিকে হিজলা নৌপুলিশ, ফাঁড়ির সদস্যরা মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১ লাখ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে, যার আনুমানিক মূল্য ৩৬ লাখ টাকা।

জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে নৌপুলিশ।