মেঘনা নদীতে নৌ পুলিশের অবৈধ জালবিরোধী অভিযান। ছবি: বাংলাদেশ পুলিশ।

চলমান মা ইলিশ ধরার নিষেধাজ্ঞায় বরিশাল অঞ্চলের দুইটি অস্থায়ী নৌ পুলিশ ফাঁড়ি অন্তর্বাম নৌ পুলিশ ফাঁড়ি এবং আবুপুর ভাসমান নৌ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে।

এ দুটি পুলিশ ফাঁড়ির সদস্যরা
মেঘনা নদী ও এর বিভিন্ন শাখার মা ইলিশ রক্ষা অভিযান-২০২৩ সফল করার লক্ষ্যে একাধিক শিফটে অবৈধ জাল বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় তারা আনুমানিক ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে।

উদ্ধার জালের আনুমানিক মূল্য নয় কোটি টাকা।

পরে এসব অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।