চুরি হওয়া মোটরসাইকেলসহ গ্রেপ্তার দুই আসামি। ছবি : বিএমপি প্রতিনিধি

চুরি হওয়া মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

আসামিরা হলেন মো. তৌসিফ রাব্বি (২৬); তিনি বরিশালের উজিরপুর থানার কালিহাতা এলাকার বাসিন্দা। মো. বাচ্চু সিকদার (২৬); তিনি একই জেলার বানারীপাড়া থানার ৪ নম্বর ওয়ার্ডের চাখার এলাকার বাসিন্দা।

বিএমপির অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে রোববার (৬ জানুয়ারি) এ তথ্য জানানো হয়।

পুলিশ জানিয়েছে, বরিশাল সদর জোনাল অফিসের গ্রামীণ ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আ. মোতালেব (৫৬) গত শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে এয়ারপোর্ট থানার ২৮ নম্বর ওয়ার্ডের নথুল্লাবাদ মাছবাজারের সামনে তাঁর মোটরসাইকেল রাখেন।

এরপর মোটরসাইকেল রেখে বাজার করতে যান। আনুমানিক ৩০ মিনিট পর ফিরে এসে তাঁর মোটরসাইকেলটি পাননি।

পরদিন শনিবার (৫ ফেব্রুয়ারি) এয়ারপোর্ট থানায় গিয়ে পুলিশি সাহায্য চান।

পুলিশ ওই দিনই বেলা ২টা ৪৫ মিনিটে চুরি হওয়া মোটরসাইকেলটি এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা বাজার থেকে উদ্ধার করে।

এ সময় চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।