বরিশালের কালীগঞ্জ নৌ ফাঁড়ির পুলিশের অভিযানে জব্দ হওয়া কারেন্ট জাল। ছবি: বাংলাদেশ নৌ পুলিশ

বরিশালের কালীগঞ্জ নৌ ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি মাছ জব্দ করেছে।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, কালীগঞ্জ নৌ ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় অফিসার এবং ফোর্স মেঘনা নদীর বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি মাছ জব্দ করেছে। জব্দ করা জালের মূল্য আনুমানিক ৩৩ লাখ টাকা।

পরে জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।