ইয়াবাসহ গ্রেপ্তার রাকিবুল মীর। ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলায় মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ৬৫টি ইয়াবা বড়ি এবং ২০০ গ্রাম গাঁজাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার আদালতে নেওয়া হলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। খবর বরিশাল বাণীর।

গ্রেপ্তার তিনজন হলেন রাকিবুল মীর, খবির ও জুলহাস হাওলাদার। আমতলীর পুর্ব চিলা গ্রাম থেকে রাকিবুলকে ৬৫টি ইয়াবা, সেকান্দারখালী গ্রাম থেকে খবির ও জুলহাসকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. দাদন মিয়া পুর্ব চিলা গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় ৬৫ ইয়াবা বড়িসহ রাকিবুল মীরকে গ্রেপ্তার করেন। অপরদিকে এসআই শুভ বাড়ৈ সেকান্দারখালী গ্রাম থেকে গাঁজা বিক্রির সময় ২০০ গ্রাম গাঁজাসহ খবির ও জুলহাসকে গ্রেপ্তার করে।

পুলিশ গতকাল বুধবার তিনজনকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মো. সাকিব হোসেন তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।