সিলেট জেলা পুলিশের ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্পে বন্যার্তদের চিকিৎসা দেওয়া হয়। ছবি : বাংলাদেশ পুলিশ

সিলেটে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সেবা দিচ্ছে জেলা পুলিশ।

শনিবার (২২ জুন) কানাইঘাট থানাধীন সড়কের বাজার মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে পানিবন্দী ২০০ জনকে বিনা মূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।

এ সময় সেবাগ্রহীতাদের বিনা মূল্যে ওষুধসামগ্রী দেওয়া হয়। এর আগে জৈন্তাপুর ও গোয়াইনঘাট থানা এলাকায় এ সেবা দেওয়া হয়েছে।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন পিপিএম-এর নির্দেশনায় ত্রাণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিনা মূল্যে এই চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।