সিলেটের জৈন্তাপুর মডেল থানা-পুলিশ রোববার বন্যার্তদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করে। ছবি: বাংলাদেশ পুলিশ

বন্যাদুর্গত লোকজনের মধ্যে রোববার রান্না করা খিচুড়ি বিতরণ করেছে সিলেটের জৈন্তাপুর মডেল থানা-পুলিশ।

সিলেট জেলায় বন্যাদু্র্গত মানুষকে উদ্ধারসহ ত্রাণসামগ্রী বিতরণ, খাবার বিতরণ, আশ্রয়কেন্দ্রের নিরাপত্তাসহ আইনশৃঙ্খলা রক্ষায় সিলেট জেলা পুলিশের প্রত্যেক সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আজ সিলেটের পুলিশ সুপারের নির্দেশনায় জৈন্তাপুর মডেল থানা-পুলিশের ব্যবস্থাপনায় রান্না করা ভুনা খিচুড়ি বিতরণ করা হয়। জৈন্তাপুর মডেল থানাধীন দরবস্ত ইউনিয়নের দুটি আশ্রয়কেন্দ্র খাজার মোকাম উচ্চবিদ্যালয়ে ২৩টি অসহায় পরিবার এবং আবদুল লতিফ জুলেখা গার্লস স্কুলে ১১টি অসহায় পরিবারের মোট ২০৪ জন বন্যার্ত মানুষের মধ্যে এ খাবার দেওয়া হয়।