সিলেট ও সুনামগঞ্জের বন্যাদুর্গত এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করছে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন। ছবি : বাংলাদেশ পুলিশ

‘পাশে আছি সব সময়’ স্লোগানকে ধারণ করে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন স্মরণকালের ভয়াবহ বন্যায় দুর্দশাগ্রস্ত মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।

পুলিশ সার্ভিস এসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিমধ্যে এসোসিয়েশনের উদ্যোগে বন্যাদুর্গতদের কাছে মানবিক সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে।

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে এক বয়োজ্যেষ্ঠ নারীর হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হচ্ছে। ছবি : বাংলাদেশ পুলিশ।

২১ জুন সুনামগঞ্জ ও সিলেটের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি তেলসহ ১০০০ প্যাকেটে ১৮ টন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এক অসহায় নারীর হাতে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সদস্যরা। ছবি : বাংলাদেশ পুলিশ

দেশের যেকোনো প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগে বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্যরা বরাবরের মতো পেশাদারি দায়িত্বের পাশাপাশি মানবিক কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী হিসেবে সকলের কাছে সমাদৃত।

বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করছে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন। ছবি : বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন বন্যাকবলিত অঞ্চলে দুর্গতদের সেবা দিতে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে।