রাজধানীর বনানী এলাকা থেকে উদ্ধার হওয়া পেট্রলবোমা। ছবি: ডিএমপি নিউজ

রাজধানীর বনানী থানা এলাকা থেকে পেট্রলবোমা ও ককটেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বনানী থানা পুলিশ ফাঁড়ি।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. সামিউল ইসলাম ও মো. সজীব উদ্দিন।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গতকাল বৃহস্পতিবার বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সালাউদ্দিন মোল্লা কাকলী ক্রসিংয়ে সঙ্গীয় ফোর্সসহ ডিউটি করার সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, কতিপয় ব্যক্তি কাকলী মোড়ের নিউ এয়ারপোর্ট রোডের পশ্চিম পাশে শাহজালাল রেস্টুরেন্টের সামনে পেট্রলবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে ভীতি সৃষ্টির লক্ষ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ তাৎক্ষণিক সেখানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাঁদের গ্রেফতার করা হয় এবং তাঁদের কাছ থেকে একটি পেট্রলবোমা ও একটি ককটেল উদ্ধার করা হয়।’

বনানী থানায় করা মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।