পুলিশের হেফাজতে গ্রেপ্তার চোর এবং উদ্ধার করা মোটরসাইকেল। ছবি: বাংলাদেশ পুলিশ

নাটোরের বড়াইগ্রাম থানার বনপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া একটি মোটরসাইকেল এবং এক চোরকে গ্রেপ্তার করেছে।

দিনাজপুর জেলার বিরামপুর থেকে ওই চোরকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ১৩ মার্চ রাত ৮টার দিকে জনৈক আবুল বাশার মিয়াজীর ছোট ছেলে তাঁর একটি অ্যাপাচি ব্র্যান্ডের ১৬০ সিসি মোটরসাইকেল বড়াইগ্রাম থানাধীন বনপাড়া নতুন বাজারের মিয়াজী অটো রাইস মিলের গ্যারেজে রাখেন। ১৪ মার্চ ভোর ৪টার দিকে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে মোটরসাইকেলটি না দেখে বুঝতে পারেন, অজ্ঞাতনামা চোর মোটরসাইকেলটি নিয়ে গেছে।

এ ঘটনায় আবুল বাসার মিয়াজী ১৭ মার্চ বড়াইগ্রাম থানায় এজাহার দায়ের করলে তা মামলা হিসেবে গ্রহণ করা হয়।

এ মামলার পরিপ্রেক্ষিতে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসির নেতৃত্বে তদন্ত কেন্দ্রটির অফিসার-ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করা হয়। এরপর টিমটি ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন কলেজপাড়া এলাকা থেকে মোটরসাইকেল চুরির মূল হোতা মো. সোহান হোসেনকে (২২) গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজত থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

উদ্ধার করা মোটরসাইকেলের আনুমানিক মূল্য ২ লাখ ৩৮ হাজার টাকা।