বঙ্গভবনে পরিবারের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ছবি: সংগৃহীত

বঙ্গভবনের দরবার হলে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মাস্ক পরে ও সামাজিক দূরত্ব মেনে পরিবারের সদস্য, শীর্ষস্থানীয় বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নামাজ পড়েন তিনি। খবর বাসসের।

রাষ্ট্রপতি সাধারণত জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করে থাকেন। তবে করোনাভাইরাস মহামারির মধ্যে গত দুই বছরের মতো এবারও ঈদগাহে যাননি তিনি।

বঙ্গভবনে নামাজ অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৯টায়। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির নামাজে ইমামতি করেন।

নামাজে অন্যদের মধ্যে অংশ নেন রাষ্ট্রপতির ছেলে এবং আওয়ামী লীগের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. মুজিবুর রহমানসহ অনেকে।