বঙ্গবন্ধুর সমাধিস্থলে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) নেতৃবৃন্দ। ছবি : বাংলাদেশ পুলিশ

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

সোমবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জার নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে পুনাকের নেতৃবৃন্দ। ছবি : বাংলাদেশ পুলিশ

প্রথমবারের মতো পুনাকের সব সদস্যকে নিয়ে পুনাক সভানেত্রী জীশান মীর্জা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগ পর্যন্ত কোনো পুনাক সভানেত্রী এ ধরনের উদ্যোগ নেননি।
বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করছেন পুনাক নেতৃবৃন্দ। ছবি : বাংলাদেশ পুলিশ

জীশান মীর্জা পুনাকের সভানেত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সর্বপ্রথম বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে ২০২১ সালে প্রথমবার এবং ২০২২ সালে দ্বিতীয়বার পুনাকের তত্ত্বাবধানে টুঙ্গিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া করছেন পুনাক নেতৃবৃন্দ। ছবি : বাংলাদেশ পুলিশ