চিরঞ্জীব মুজিব’ শীর্ষক চলচ্চিত্রের প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। ছবি: পুলিশ নিউজ

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছিলেন বলেই বাঙালিরা নিজেদের শাসন করার অধিকার লাভ করেছে।

জাতির পিতার জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’-এর প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ‍বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

চিরঞ্জীব মুজিব’ শীর্ষক চলচ্চিত্রের প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। ছবি: পুলিশ নিউজ

অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘বঙ্গবন্ধু দেশ স্বাধীন করার পরেই কিন্তু বাংলাদেশের বাঙালিরা সর্বপ্রথম নিজেদেরকে শাসন করার অধিকার লাভ করে এবং আজকে বাংলাদেশ যেখানে পৌঁছেছে, তার একমাত্র কারণ হচ্ছে দেশ স্বাধীন হয়েছিল এবং দেশ স্বাধীন করে গেছেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার পেছনের দর্শন হচ্ছে ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ।’

বাংলাদেশের ক্ষুধার ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ‘দারিদ্র্যমুক্ত বাংলাদেশ; বাংলাদেশের মানুষ আষ্টেপৃষ্ঠে দারিদ্র্যের শিকলে আমরা জর্জরিত ছিলাম। সে কারণে বঙ্গবন্ধু চিন্তা করেছেন ক্ষুধামুক্ত…আজকের জেনারেশনের যারা বাংলাদেশের মানুষ, তারা হয়তো বাংলাদেশে ক্ষুধা কেমন ছিল, এটা হয়তো যার জন্ম হচ্ছে ২০২০ সালে, সে কখনো উপলব্ধি করতে পারবে না। ইভেন যার জন্ম হয়েছে ২০১৫ সালে, সে-ও বোধ হয় উপলব্ধি করতে পারবে না যে, ক্ষুধার কী মর্মান্তিক চিত্র এই ভূখণ্ডে ছিল।’

চিরঞ্জীব মুজিব’ শীর্ষক চলচ্চিত্রের প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। ছবি: পুলিশ নিউজ

চিরঞ্জীব মুজিব’ শীর্ষক চলচ্চিত্রের প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। ছবি: পুলিশ নিউজ[/caption]
পরিবর্তিত বাংলাদেশের চিত্র তুলে ধরে ড. বেনজীর আহমেদ বলেন, ‘একসময় মাত্র ৭০ মিলিয়ন (সাত কোটি) ডলারের জন্য আশির দশকে বাংলাদেশের অর্থমন্ত্রীদেরকে…ভিক্ষার থলি নিয়ে দাঁড়িয়ে থাকতে হতো; জবাবদিহি করতে হতো। আজকের বাংলাদেশ এক না, একাধিক দেশকে শত শত মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার)।