বগুড়া ডিবির অভিযানে গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা। ছবি: বাংলাদেশ পুলিশ।

বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে
ডাকাতির প্রস্তুতিকালে ২ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র-সস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে।

বগুড়া ডিবির ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহর নেতৃত্বে বগুড়া ডিবির একটি টিম নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১০ টার সময় বগুড়া জেলার কাহালু থানাধীন দূর্গাপুর টু তালোড়াগামী পাকা রাস্তার মহিদা পুকুর ছাতিয়ানতলা এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করে। ডাকাতরা তখন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
তাদের কাছ থেকে ২ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ডাকাতদের নাম: মো. রাব্বি হোসেন (২২), মো. হাবিবুর রহমান রনি (২৫) ,
মো. ইসমাইল হোসেন তরু (২১),
মো. মোমিন (২১), মো. আহসান হাবীব (২০), মো. ফারদিন চৌধুরী (২২), শ্রী অন্তুর সরকার (২১) ও মো. রাহুল খান কারিম (২১)।

গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে কাহালু থানায় ডাকাতির প্রস্তুতিসহ অস্ত্র আইনে পৃথক এজাহার দায়ের করা হয়েছে।