২৬ ধরনের ফল ছিল এই উৎসবে। ছবি : বাসস

বগুড়া জেলা পুলিশের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। খবর বাসসের।

শনিবার (১১ জুন) দুপুরে জেলা পুলিশ লাইনসের ড্রিল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, পিবিআই পুলিশ সুপার আকরাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হায়দার আলী ও আব্দুর রশিদ, পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু প্রমুখ।

পুলিশ সদস্যদের অংশগ্রহণে ফল উৎসবে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, লিচু, ডাব, তরমুজ, লটকন, জামরুল, দেশি খেজুর, আনারসসহ ২৬ ধরনের মৌসুমি ফল ছিল।