পুলিশের হেফাজতে গ্রেপ্তার সাজাপ্রাপ্ত চার আসামি: ছবি: বাংলাদেশ পুলিশ

বগুড়া জেলার সদর থানার পুলিশ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত চারজন আসামিকে গ্রেপ্তার করেছে।

এদের মধ্যে একজন ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

গতকাল শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সার্বিক দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল শরাফত ইসলামের তত্তাবধানে এবং সদর থানার অফিসার ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামানের নেতৃত্বে একটি টিম গতকাল রাত সাড়ে আটটা থেকে আজ শনিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত বগুড়া সদর থানা এলাকায় অভিযান চালায়। এ সময় ১৮৭৮ সালের অস্ত্র আইনে দায়ের করা মামলায় ২৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কালুয়া ওরফে সন্তোষ ওরফে কালু, ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১১ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম সাজাপ্রাপ্ত আসামি মো. আমিনুল এহসান, ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি মো. সাব্বির সানজিদ ওরফে সানজু ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৬৭ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামি রনজনা বেগমকে গ্রেপ্তার করা হয়।