বগুড়ায় হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া পাঁচজন। ছবি: বগুড়া জেলা পুলিশ

বগুড়ায় বিলিয়ার্ড খেলাকে কেন্দ্র করে জুনায়েদ আল হাবিব বিপুলকে হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতব্যাপী অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন দীপংকর রায়, আরিফ হাসান, শাকি আল মামুন, শোহাইব নবী এবং সাহিল হোসেন। এরা সবাই বগুড়া শহরের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম। তিনি বলেন, ‘শুক্রবার রাত পৌনে ৯টার দিকে শহরের নামাজগড় এলাকার মতি প্লাজার ব্রেক অ্যান্ড রান বিলিয়ার্ড ক্লাবে পুল খেলা চলছিল। এসময় বিপুল এবং তার কিছু বন্ধু সেখানে এসে গ্রেপ্তারদের পুলের বোর্ড ছেড়ে দিতে বলে। তবে আসামিরা বোর্ড না ছেড়ে দিতে না চাওয়ায় উভয় পক্ষে তর্কাতর্কি হয়। একপর্যায়ে গ্রেপ্তাররা বিপুলের পেটে এবং বুকের নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান বিপুল।’

অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, ‘হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশ আসামিদের ধরতে অভিযান শুরু করে। পরে রাতব্যাপী অভিযান শেষে পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।’