শেরপুর থানায় গ্রেপ্তার আসামিরা। ছবি-সংগৃহীত

বগুড়ার শেরপুরে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত থেকে শুরু করে শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর পর্যন্ত পৌরসভাসহ উপজেলার দশটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ দশমিক ৫ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম গাঁজা ও ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরিনের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের প্রথম দিনেই পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি, সেবনকারী, চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে। সূত্র: জাগো নিউজ।