গ্রেপ্তার আসামি। ছবি : বাংলাদেশ প্রতিদিন

বগুড়ার আদমদীঘির সান্তাহারের ফার্মেসি মালিক রাকিবুল ইসলাম রাকিব (৪০) ২০টি ট্যাপেন্টাডল বড়িসহ গ্রেপ্তার হয়েছেন। তিনি উপজেলার ছাতনী ঢেকড়া গ্রামের বাসিন্দা।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার সান্তাহার সোনারবাংলা মার্কেটের পশ্চিমে তাছিন ফার্মেসি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। খবর বাংলাদেশ প্রতিদিনের।

দীর্ঘদিন ধরে তাছিন ফার্মেসির সত্বাধিকারী রাকিব ওষুধের দোকানের আড়ালে ট্যাপেন্টাডল বড়ি বিক্রি করছিলেন। গত বছরের ২২ ডিসেম্বর দোকানে বিক্রির সময় তার বাবা ও দুই কর্মচারী গ্রেপ্তার হন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, রাকিব চিহ্নিত মাদক কারবারি। মাত্র চার মাস আগে পুলিশ তাকে গ্রেপ্তার করে। জামিনে মুক্ত হয়ে তিনি আবারো দোকান থেকে ট্যাপেন্টাডল বিক্রি শুরু করেন। এবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের হাতে ধরা পড়েন। দুপুরে তাঁর বিরুদ্ধে মামলার পর জেলে পাঠানো হয়েছে।