ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ ৬ মার্চ কক্সবাজার জেলার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে।

সকাল ১০টা ২৬ মিনিটে ফরাসি রাষ্ট্রদূত এইচ ই মারি মাসদুপুয়ের নেতৃত্বে ২ সদস্যের এই প্রতিনিধিদল ১৪ এপিবিএন আওতাধীন এফডিএমএন রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট এ আসে। প্রতিনিধিদলের অপর সদস্যের নাম ফাটিয়ে আবদেল মাওলা।

প্রতিনিধিদলটি ১০টা ২৬ থেকে ১০টা ৪২ পর্যন্ত ক্যাম্প: ১ ইস্ট, ব্লক: বি সাব ব্লক: বি/১,বি/২ ব্লকে পরিদর্শন করে।

এরপর ক্যাম্প:১ ইস্টের ব্লক; সি সাব ব্লক: সি/৮ এ অবস্থিত ইনফরমেশন সার্ভিস সেন্টার পরিদর্শন করে। সেখানে থাকা কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করে এবং সেখানকার কার্যক্রম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। এ ছাড়া কাজের মান আরও উন্নত করার জন্য দিকনির্দেশনা দেয়।

দলটি ক্যাম্প: ০১ ইস্টের ব্লক: সি সাব ব্লক: সি/৮ এ অবস্থিত লাইব্রেরি সেন্টার পরিদর্শন করে এবং সেখানে থাকা কর্মকর্তা-কর্মচারী এবং রোহিঙ্গা শিশুদের সাথে কুশল বিনিময় করে ।

এ ছাড়া তারা ক্যাম্প:১ ইস্টের ব্লক: ডি সাব ব্লক: ডি/৭ এ অবস্থিত মোবাইল ফায়ার ফাইটিং ইউনিট পরিদর্শন করেন এবং সেখানে থাকা কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।

প্রতিনিধিদলটি ক্যাম্পে আসার পর তাদের সাথে ১৪ এপিবিএনের মোবাইল পার্টি সার্বক্ষণিক ছিল।