গ্রেপ্তার আসামিরা। ছবি : সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী লালপোল থেকে তিন ইয়াবা কারবারিকে আটক করেছে র‌্যাব। আজ বুধবার গোপন সংবাদের ভিত্তেতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। খবর বাংলাদেশ প্রতিদিনের।

ওই সময় তাঁদের কাছ থেকে ১২ হাজার ২৭০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। আটককৃত প্রত্যেকেই কক্সবাজার জেলার সদর উপজেলার বাসীন্দা। তাঁরা হলেন, দিল মোহাম্মদের স্ত্রী ফাতেমা (৫৫), দিল মোহাম্মদের মেয়ে হাসিনা বেগম (৩৮) ও আব্দুল খালেকের ছেলে নুরুল আফসার (২৮)।

র‌্যাব-৭ ফেনীর উপপরিচালক মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আসামিরা বাসে উঠার জন্য মহাসড়কের ওই স্থানে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। ওই সময় তাঁদের কাছে থাকা দুটি ভ্যানিটি ব্যাগ ও প্যান্টের পকেট থেকে ৬২টি নীল রংয়ের বায়ুরোধক পলিজিপার প্যাকেট জব্দ করা হয়।

প্যাকেটগুলোতে ১২ হাজার ২৭০টি ইয়াবা বড়ি ছিল। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে ফেনীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতেন। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ৪৯ লাখ ৮ হাজার টাকা।

আটককৃতদের ফেনী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।