ফেনী সদরে পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি: সংগৃহীত

ফেনী সদরে বিক্রয়ের জন্য নয় এমন ওষুধ বিক্রি, ওষুধের দাম ঘষামাজা করে বাড়তি দামে বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় একটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার বেলা ১টার দিকে শহরতলির শর্শদি বাজারে অভিযান পরিচালনা ও জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমা। খবর বাসসের।

সহকারী পরিচালক জানান, ইসলামি মেডিকেল হল নামের ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে।

অভিযানকালে জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক প্রিয়াঙ্কা দাশগুপ্ত এবং সদর মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।