চলতি শীত মৌসুমে ফেনীতে ২৪ হাজার ৫৫২টি কম্বল বিতরণ কার্যক্রম চলছে। এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দ থেকে ২২ হাজার ৬০০টি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণকাজের আওতায় ১ হাজার ৯৫২টি কম্বল বিতরণ করা হচ্ছে। খবর বাসসের।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমীন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত কম্বলের মধ্যে ফুলগাজীতে ২ হাজার ৮২০টি, সোনাগাজীতে ৪ হাজার ২৩০টি, দাগনভূঞায় ৩ হাজার ৭৬০টি, পরশুরামে ১ হাজার ৪১০টি, ফেনী সদরে ৫ হাজার ৬৮০টি এবং ছাগলনাইয়ায় ২ হাজার ৩৫০টি কম্বল বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া মন্ত্রণালয়ের ত্রাণকাজের কম্বলের মধ্যে ১ হাজার ২২০টি ফেনী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এবং ৭৩২টি জেলা প্রশাসকের মাধ্যমে বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।

ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার শীতার্তদের মাঝে বিতরণ চলছে।