পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা ফেনসিডিল ও এস্কাফ। ছবি : বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামের ফুলবাড়ী থানা-পুলিশের অভিযানে ১৫৬ বোতল ফেনসিডিল ও ১০১ বোতল এস্কাফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে ফুলবাড়ী থানাধীন বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনীরাম গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি আবু সামার বাড়ি ফুলবাড়ী থানাধীন বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনীরাম গ্রামে।

ফুলবাড়ী থানা-পুলিশ জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।