ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী থানার অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) ভোরে ওয়ারী থানাধীন কাপ্তান বাজারের গুলিস্তান ফ্লাইওভারের টোল প্লাজার দক্ষিণ পাশ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন মো. জাহিদ হাসান (৩২) ও আরাফাত হোসেন (২১)। তাঁদের বাড়ি সাতক্ষীরা সদর থানা এলাকায়।
ওয়ারী থানা-পুলিশ জানায়, সাতক্ষীরা থেকে ফেনসিডিল এনে ঢাকায় বিক্রির কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আসামিরা। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।