কম্বল বিতরণ করছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক দক্ষিণের উপ-কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দীন। ছবি: মানবজমিন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক দক্ষিণের উপ-কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দীন। প্রায় প্রতি রাতেই তিনি শহরের বিভিন্ন ফুটপাতে শুয়ে থাকা মানুষদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন। গত বুধবার রাতেও নগরের স্টেশন রোডের ফুটপাতে শুয়ে থাকা মানুষদের কম্বল বিতরণ করেছেন। নিজের জন্য বরাদ্দকৃত গাড়িতে এই শীতে সবসময় থাকে কিছু কম্বল। রাতের বেলা শহরে ঘুরে ঘুরে শীতে কষ্ট পাওয়া মানুষদের মাঝে তিনি নিজের হাতেই কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন। খবর মানবজমিনের।

ট্রাফিক দক্ষিণের এক কর্মকর্তা বলেন, ‘এই শীতে ডিসি স্যারের গাড়িতে সবসময় কম্বলের বস্তা থাকে। তিনি প্রায়ই কয়েকজনকে নিয়ে রাতে বের হন। রাতে বিভিন্ন জায়গায় ঘুরে ফুটপাতে শুয়ে থাকা ভবঘুরেসহ হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন। অনেককে আবার দেন শীতের জামা। নগদ টাকাও সহযোগিতা করেন অনেক সময়। ফুটপাতের এসব মানুষদের অনেকেই ডিসি স্যারকে চেনেন। ওনাকে দেখলেই অনেকেই দৌড়ে ছুটে আসেন।’

জানা যায়, এই শীতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে গরিব অসহায় শীতার্ত মানুষের মাঝে প্রায় ১০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এর মধ্যে ট্রাফিক দক্ষিণ থেকে সহস্রাধিক মানুষকে কম্বল দেওয়া হয়েছে। যার মধ্যে ডিসি নাসিরুদ্দীন নিজের হাতেই শতাধিক কম্বল দিয়েছেন।

এ বিষয়ে ট্রাফিক পুলিশের নগর দক্ষিণের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দীন বলেন, সারা দেশেই পুলিশ বিভিন্ন সেবাধর্মী কাজ করে আসছে। অন্যকিছুর মতো এবার গরিব অসহায় শীতার্ত মানুষের মাঝে পুলিশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এই কার্যক্রমের অংশ হিসেবে আমরাও এই শীতার্ত মানুষদের কষ্ট একটু লাঘব করার চেষ্টা করছি।

নিজের গাড়িতে সবসময় কম্বল থাকার বিষয়ে তিনি বলেন, ‘আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অনেক সময় দেখা যায়, একই ব্যক্তি বেশ কয়েকটি কম্বল পাচ্ছেন। অনেকে আবার কম্বল ও গরম কাপড় পর্যাপ্ত থাকার পরও আবার নিচ্ছেন। আর অনেকে কিছুই পাচ্ছে না। তাই আমি নিজের গাড়িতে সব সময় কিছু কম্বল রাখি। রাতে কোথাও বের হলে শীতে কষ্ট পাওয়া মানুষ দেখলে কম্বল উপহার দেই।’