ফায়ার ফাইটার মো. মিলন। ছবি: সিএমপি

চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন সাগরিকায় রাসায়নিক কারখানায় অগ্নিনির্বাপণের পর হৃদরোগে আক্রান্ত হয়ে ফায়ার ফাইটার মো. মিলনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।

তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ফায়ার ফাইটার মিলন শুক্রবার সাগরিকার বিসিক শিল্প এলাকায় হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে সকাল ১০টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণের কাজ করছিলেন। কাজ শেষে ফেরার পথে দুপুর ১২টা ২০ মিনিটে বুকে ব্যথা অনুভব করেন। তৎক্ষণাৎ তাঁকে ফায়ার সার্ভিসের নিজস্ব অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সিসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১টা ৫৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।

মিলন ২০০৫ সালে ফায়ার সার্ভিসে যোগ দেন। তাঁর বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামে। তিনি স্ত্রী, এক মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।