যুক্তরাষ্ট্রের দেওয়া উপহারের ১০ লাখ ডোজ টিকা কাল বুধবার দেশে আসছে। ফাইজার-বায়োএনটেকের এই টিকাগুলো গতকাল সোমবার দেশে পৌঁছার কথা ছিল। খবর ডিএমপি নিউজের।
করোনা মোকাবিলায় সরকার গুরুত্বসহকারে দ্রুত টিকা সংগ্রহ এবং মানুষকে টিকা দিয়ে সংক্রমণের ঝুঁকি কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। করোনা মহামারি থেকে সুরক্ষায় যুক্তরাষ্ট্রের উপহারের ১০ লাখ ডোজ ফাইজারের টিকা সোমবার সন্ধ্যা সোয়া সাতটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা ছিল। এই টিকা কাল বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় বিমানবন্দরে পৌঁছাবে। কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে টিকাগুলো আসবে।
কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্র থেকে এই টিকা পাচ্ছে বাংলাদেশ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছিল, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার বিমানবন্দরে উপস্থিত থেকে ফাইজারের টিকার চালান গ্রহণ করবেন।