ফরিদপুরে ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: পুলিশ নিউজ

ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় পাঁচ মামলায় ১০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ট্রাফিক বিভাগের অভিযানে ৩১ হাজার টাকা জরিমানার পাশাপাশি ৮টি মোটরযান জব্দ করা হয়েছে।

গতকাল রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত এসব কার্যক্রম পরিচালনা করে জেলা পুলিশ।

জেলা পুলিশ জানায়, কোতোয়ালি থানায় তিনটি মামলায় ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযানে জেলা পরিষদ মার্কেট থেকে ১৫ বোতল ফেনসিডিলসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

মধুখালী থানায় পরোয়ানাভুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার এবং আলফাডাঙ্গা থানায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ছাড়া নগরকান্দা থানায় নিয়মিত মামলায় একজনকে গ্রেপ্তার এবং সালথা থানায় পরোয়ানাভুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা ট্রাফিক পুলিশের কার্যক্রম

গত এক দিনে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ১৮টি মামলা দায়ের করে মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তিনটি মোটরসাইকেল, দুটি ইজিবাইক, একটি মাহেন্দ্র, একটি পিকআপ এবং একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।