পুলিশের কাছে অস্ত্র জমা দিচ্ছেন গ্রামবাসী। ছবি: বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সংঘর্ষে জড়িত না হওয়ার লক্ষ্যে পুলিশের কাছে দেশীয় অস্ত্র জমা দিয়েছেন গ্রামবাসী।

এর আগে উপজেলার ঘোষপুর ইউনিয়নে গোয়ালবাড়ি ও চরদ্বৈতকাঠি গ্রামের দুই পক্ষের দলীয় কোন্দল নিরসনের উদ্যোগ নেয় পুলিশ। পরে গ্রামবাসী পুলিশের কাছে ঢাল সড়কি জমা দেন।

আজ সোমবার দুপুরে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) সুমন কর এ তথ্য নিশ্চিত করেন। খবর বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৪টার দিকে উপজেলার গোয়ালবাড়ি স্কুলমাঠে আনুষ্ঠানিকভাবে বোয়ালমারী থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিনের কাছে ঢাল সড়কি জমা দেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল বোয়ালমারী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা মোস্তফাজ্জামান সিদ্দিকী ও একই ইউনিয়নের আরিফুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন পরিদর্শক ( তদন্ত) মো. সালাউদ্দিন, উপপরিদর্শক (এসআই) কাজী আবুল বাশার প্রমুখ। এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।