ফরিদপুরে বড়দিন উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি: বাংলাদেশ পুলিশ

ফরিদপুরে খ্রিস্টান সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সম্মেলনকক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. শাহজাহান (পিপিএম)।

সভায় পুলিশ সুপার জানান, বড়দিন উপলক্ষে চার্চ ও গির্জায় সার্বক্ষণিক পুলিশের টহল থাকবে এবং নিজস্ব সিসি ক্যামেরার ব্যবস্থা রাখতে হবে। কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গুজবে কান না দিয়ে জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, (জেলা বিশেষ শাখা) মো. সালাউদ্দিন পিপিএম (সদর সার্কেল) সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মিজানুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার সব গির্জার পুরোহিত, সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।