ফরিদপুরে পুলিশের কাছে দেশীয় অস্ত্র সমর্পণ গ্রামবাসীর। ছবি: বাংলাদেশ পুলিশ।

ফরিদপুরের নগরকান্দায় পুলিশের কাছে দেশীয় অস্ত্র ঢাল-কাতরা ও সড়কি জমা দিলেন ঈশ্বরদী গ্রামবাসী।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা-সালথা সার্কেল মো. সুমিনুর রহমানের উপস্থিতিতে মঙ্গলবার বিকেলে নগরকান্দা থানা চত্বরে গ্রামবাসী এসব দেশীয় অস্ত্র জমা দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আধিপত্য বিস্তার নিয়ে নগরকান্দা উপজেলার শহীদনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামে দুই দলে উত্তেজনা শুরু হয়। খবর পেয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মো. হাবিল হোসেনসহ পুলিশ টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ সময় পুলিশ এলাকা শান্ত রাখতে উভয় দলের মাতবর ও স্থানীয় নেতা-কর্মীদের থানায় ডাকেন।

থানায় আসার পর উভয় দলের লোকজন মারামারি ও সংঘর্ষে জড়াবে না মর্মে অঙ্গীকার করেন। এরপর উভয় দলের লোকজন ২১টি ঢাল, ১০টি কাতরা ও ৪০টি সড়কি জমা দেন।