ফরিদপুরে দেশীয় অস্ত্রসহ পুলিশের হাতে আটক পাঁচজন। ছবি: পুলিশ নিউজ

ফরিদপুরের কানাইপুর মহাসড়কে দেশীয় অস্ত্র নিয়ে শোডাউন দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

রোববার বেলা ২টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুরের নবাগত পুলিশ সুপার মো. শাহজাহান পিপিএম (সেবা)।

তিনি বলেন, ২৫ আগস্ট বিকেল ৫টার দিকে ফরিদপুরের কানাইপুরে মহাসড়কে ওয়ার্ড ছাত্রলীগের কমিটি দেওয়াকে কেন্দ্র করে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও থানা ছাত্রলীগের সহসভাপতি গ্রুপের সঙ্গে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ছাত্রলীগের পদপ্রত্যাশী সোহাগ গ্রুপের বিরোধ ব্যাপক আকার ধারণ করে। ওই সময় শোডাউনের মাধ্যমে অপর গ্রুপকে ভয় দেখানোর জন্য রাস্তায় দেশীয় অস্ত্রসহ প্রতিবন্ধকতা সৃষ্টি করে শোডাউন দেখানোর সিদ্ধান্ত নেয় সাব্বিরের নেতৃত্বাধীন গ্রুপ।

চাঞ্চল্যকর বিষয়টি ফেসবুকসহ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শাজাহান পিপিএম (সেবা) বিষয়টি নিয়ে তদন্ত শুরুর নির্দেশ দেন। কোতোয়ালি থানায় একটি মামলাও করা হয়।

তদন্তকারী কর্মকর্তা ভিডিও ফুটেজ সংগ্রহ করেন। পরে ভিডিও ফুটেজে সুনির্দিষ্টভাবে আসামিকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।