জব্দকৃত নৌকা। ছবি: পুলিশ নিউজ

ফরিদপুর কোতোয়ালি নৌ পুলিশ ফাঁড়ির একটি দল পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। এ সময় নৌকাসহ এক আসামিকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২০ ডিসেম্বর) নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কোতোয়ালি থানাধীন আলিয়াবাদ ইউনিয়নের সাইনবোর্ড এলাকার পদ্মা নদী থেকে জাল, নৌকাসহ আসামিকে গ্রেপ্তার করা হয়।

জব্দকৃত জালের আনুমানিক দাম ৩ লাখ টাকা এবং নৌকার দাম ৯০ হাজার টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মৎস্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত নৌকা ফাঁড়ির হেফাজতে রয়েছে।