ফরিদপুরে জব্দ করা চাল ও আটা। ছবি: সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি তথা ওএমএসের ১৭৪ বস্তা চাল ও আটা জব্দ করেছে পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। খবর জাগো নিউজের।

এর আগে রোববার রাত সাড়ে ১১টার দিকে আলফাডাঙ্গা পৌরসভার কুসুমদি গ্রামের রেজাউল করিমের বাড়ির সামনে থেকে বস্তাগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় মামলা হয়েছে। যার আসামিরা হলেন কুসুমদি গ্রামের রেজাউল করিম (৪০) ও মো. রিপন (২৭)।

সংবাদ সম্মেলনে ওসি জানান, উদ্ধার হওয়া চাল ও আটার বাজারমূল্য ২ লাখ ১৩ হাজার টাকা।