গ্রেপ্তার আসামি টাকি রিপন। ছবি : বিডিটোয়েন্টিফোর লাইভের

ফরিদপুরে অ্যাসিড নিক্ষেপকারী এবং একাধিক মামলার আসামি টাকি রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফরিদপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ও জেলা পুলিশের যৌথ অভিযানে ঈশান গোপালপুর এলাকা থেকে সোমবার (১১ এপ্রিল) তাঁকে গ্রেপ্তার করা হয়। খবর বিডিটোয়েন্টিফোর লাইভের।

ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে মঙ্গলবার (১২ এপ্রিল) প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে ২ এপ্রিল ফরিদপুর সদর উপজেলার আলীপুর এলাকায় টোকাই রানাকে ফোনের মাধ্যমে ডেকে নিয়ে তাঁর মুখে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটে।

স্থানীয়রা রানাকে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

৭ এপ্রিল রানার মা হাজরা বেগম টাকি রিপনসহ অজ্ঞাতপরিচয় ৬/৭ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন।

এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শামীম হাসান ও ডিবি পুলিশের একটি টিম সোমবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঈশান গোপালপুর বাজার এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানিয়েছেন, পরকীয়া ও পূর্বশত্রুতার কারণে আসামি রিপনসহ ৫/৬ জন টোকাই রানাকে ডেকে নিয়ে তাঁর মুখে অ্যাসিড মারেন ও মারধর করেন।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় অস্ত্র আইনসহ নয়টি মামলা রয়েছে।