জব্দ করা ইয়াবা। ছবি: ডিএমপি নিউজ

রাজধানীর পল্টন মডেল থানা এলাকা থেকে ৩০ হাজার ইয়াবাসহ নয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ (ডিবি)।

শনিবার (১৮ জুন) রাত ২টা ৪৫ মিনিটের দিকে পল্টন মডেল থানার ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের ইয়াবাসহ গ্রেপ্তার করে গোয়েন্দা উত্তরা বিভাগের উত্তরা জোনাল দল। খবর ডিএমপি নিউজের।

গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম বিপিএম (সেবা)-এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহানের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. আরমান, মো. সজিব, মো. সৈয়দ আলম, মো. আক্তার ফারুক ওরফে বাবুল, মো. মামুন, মো. চাঁন, সুমি আক্তার জোসনা, মো. সোলাইমান খান ওরফে ফারহান ও মো. সুমন।

গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বিপিএম বলেন, কিছু মাদক কারবারি পল্টন মডেল থানার ফকিরাপুল এলাকার জাফরান বিরিয়ানি হাউসের সামনে ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় পুলিশ।

পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় ৩০ হাজার ইয়াবাসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।