গ্রেপ্তার হওয়া প্রতারক চক্রের দুজন সদস্য। ছবি : সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (পশ্চিম ও বন্দর) বিভাগের অভিযানে প্রেমের ফাঁদে ফেলে ডেকে এনে বিবস্ত্র করে মোবাইলে ভিডিও ও ছবি তুলে আটক রেখে ভয় দেখিয়ে মুক্তিপণ আদায়কারী চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিএমপির অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে সোমবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, সিএমপির (ডিবি-পশ্চিম ও বন্দর) উপপুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেনের নির্দেশনায় অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সামীম কবীর ও সহকারী পুলিশ কমিশনার মো. মাসুদ রানার তত্ত্বাবধানে একটি দল রোববার (২৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী থানাধীন জামাল খান এলাকার চেরাগী পাহাড় এলাকায় অভিযান চালায়।

অভিযানে প্রেমের ফাঁদে ফেলে ডেকে নিয়ে আটক রেখে মারধর, ভয়ভীতি ও বিবস্ত্র করে মোবাইলে ভিডিও ও ছবি ধারণ করে বিকাশে মুক্তিপণ আদায়কারী চক্রের সদস্য মো. সাবের হোসেন শান্ত, মো. মাঈনুল, পহেলি আক্তার প্রিয়া ও সাহিদা আক্তার মুক্তাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় ফারুক টাওয়ারের নিচ তলায় একটি রুম থেকে ভুক্তভোগী মো. নাসির উদ্দিনকে উদ্ধার করা হয়।